আদালতের রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদালতের রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

শাহজাহান খানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

শাহজাহান খানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

ছবি- সংগৃহীত

সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে শুক্রবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেছে পুলিশ। গত ২৬ আগস্ট ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড চেয়ে এ আদেশ দেন বলে আদালতের পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আবরার ফাহাদের বাবা-মাকে ১০ কোটি টাকা  ক্ষতিপূরণের বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

আবরার ফাহাদের বাবা-মাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট


২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের বাবা-মাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে অন্তর্বর্তী সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বিদ্যুৎ-জ্বালানী সরবরাহ আইনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

বিদ্যুৎ-জ্বালানী সরবরাহ আইনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

দায়মুক্তি’ আইন নামে পরিচিত বিগত আওয়ামী লীগ সরকারের করা ‘বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ -এর দুটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম রবিউল হাসানের বেঞ্চ চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সরকারকে নির্দেশ দেন।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি পাশ করা হয় ২০১০ সালের ১২ অক্টোবর। জরুরি ভিত্তিতে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ বাড়াতে দরপত্র ছাড়াই প্রকল্প নেওয়ার সুযোগ রাখা হয় আইনে। এছাড়া এ আইনের আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তাই এটি ‘দায়মুক্তি’ আইন নামে পরিচিতি পায়।

এ বিষয়ে আইন, অর্থ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানদের কাছে জবাব চেয়েছেন আদালত।

২৮ আগস্ট সিনিয়র আইনজীবী শাহদীন মালিক এবং তার জুনিয়র সহকর্মী তায়েব-উল-ইসলাম শোরভের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হয়। আবেদনকারীরা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ এর ধারা ৬(২) এবং ৯ এর সাংবিধানিক বৈধতাকে বিশেষভাবে চ্যালেঞ্জ করেছে।

এ দুটি ধারা ধারাকে সংবিধানের ৭, ২১, ২৬, ২৭, ৩১, ৪২, ৪৪, ৪৬, ১৪৩ ও ১৪৫ অনুচ্ছেদের লঙ্ঘন বলে উল্লেখ করা হয় রিটে। আইনজীবী শাহদীন মালিক নিজেই রিটের পক্ষে শুনানি করেন।

আইনের ৬(২) ধারায় বলা আছে- ‘উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সম্মতি গ্রহণক্রমে যে কোনো ক্রয়, বিনিয়োগ পরিকল্পনা বা প্রস্তাব ধারা ৫ এ বর্ণিত প্রক্রিয়াকরণ কমিটি সীমিত সংখ্যক অথবা একক কোনো প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ ও দরকষাকষির মাধ্যমে উক্ত কাজের জন্য মনোনীত করিয়া ধারা ৭ এ বর্ণিত পদ্ধতি অনুসরণে অর্থনৈতিক বিষয় বা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণের পদক্ষেপ গ্রহণ করিবে।’

আর ৯ ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অধীন কৃত, বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, ‘কোনো সভ্য রাষ্ট্রের কোনো আইনে মন্ত্রীর এমন একক ক্ষমতা থাকতে পারে না। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো আইন হতে পারে না। যেহেতু এই মামলায় (রিট আবেদনে) আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই আদালত অন্তর্বর্তী আদেশ না দিয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন।’

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা একটি রিট রোববার সারসংক্ষেপে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদনে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের গণহত্যায় দলটির জড়িত থাকার অভিযোগ করা হয়, যার ফলে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়ার একটি বেসরকারি সংস্থার কর্মী আরিফুর রহমানের করা আবেদন খারিজ করে দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, পিটিশনটি মেইনটেইনএবল ছিল না কারণ এটি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনকে বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে। ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় আওয়ামী লীগের কথিত অপরাধে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে পিটিশনকারী মুরাদ দাবি করেন, অস্থিরতার সময় দলের নেতা ও সহযোগী সংগঠনগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আদালত আরও উল্লেখ করেন যে অন্তর্বর্তী সরকার নাশকতামূলক কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান রিট পিটিশনের খারিজ করার পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে এনজিও কর্মীর একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষত্রে আইনগত পারগতার অভাব রয়েছে।

তিনি জোর দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের কোন পরিকল্পনা নেই, কারণ এটি বাক স্বাধীনতা, সমাবেশ এবং সমিতির মতো মৌলিক অধিকারগুলি লঙ্ঘন করবে। তিনি আরও বলেন, এ ধরনের আবেদন গ্রহণ করলে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকবে।

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

তারেক রহমানের বক্তৃতার মিডিয়া কভারেজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে হাইকোর্ট: রুল খারিজ

তারেক রহমানের বক্তৃতার মিডিয়া কভারেজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে হাইকোর্ট: রুল খারিজ


ছবি- সংগৃহীত

২০১৫ সালে, হাইকোর্ট বাংলাদেশের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেশ কয়েকটি মন্তব্যের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে সম্প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করেছিল। উক্ত নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে দেন। ফলে তারেকের বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল।

২০১৫ সালে, তারেক বাংলাদেশের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন মন্তব্যের জন্য সমালোচিত হন।  সেই পরিপ্রেক্ষিতে তিনি আইনের চোখে পলাতক থাকা অবস্থায় তার বক্তব্য সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

৭ জানুয়ারী, ২০১৫, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান আইনজীবী নাসরিনের রিটের প্রাথমিক শুনানি করেন এবং একটি রুল এবং অন্তর্বর্তী আদেশ জারি করেন।

গত বছর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তারেকের একটি ভিডিও বক্তৃতা প্রচারিত হলে নিষেধাজ্ঞা আবার শিরোনাম হয়। পতীতে রিটের প্রেক্ষিতে তারেকের বক্তব্য প্রকাশে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।  রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর করতে তথ্য ও স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে।

২০২৩ সালের আগস্টে, রিট পিটিশনার একটি সম্পূরক আবেদন করেন।  এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৮ আগস্ট হাইকোর্ট এক আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে তারেকের বক্তব্য, বক্তব্য, অডিও ও ভিডিও অপসারণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন।

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা যাবে না: হাইকোর্ট

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা যাবে না: হাইকোর্ট

ছবিঃ সংগৃহীত

দেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভারে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে উক্ত রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন।

এর আগে অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি, এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করার আবেদন করেন। ওই আবেদনে কোন সদুত্তর না পাওয়ায় তিনি রিট করেন।

রিটে বলা হয়, এ্যাম্বুলেন্স বন্ধ করে টোল প্লাজা থেকে টোল আদায় করা এই আধুনিক সভ্য সমাজে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তবে টোল প্লাজায় টোল আদায়ে সময় নষ্ট হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। টোল প্লাজায় আটকে অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয়।

তবে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন বাঁচাতে হাসপাতালে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই অ্যাম্বুলেন্স থেকে টোল নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের পরিপন্থী। শুধু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মানুষের জীবন, অর্থ, স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্টের রুলিং

অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্টের রুলিং

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে একটি রুলিং দিয়েছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। শুক্রবার এই রুলিং জারি করে সুপ্রিম কোর্ট। এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তারই পরিপ্রেক্ষিতে এই রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে এখনো তিনি আদেশটি দেখেননি। আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও প্রকাশ করেন তিনি।

বুধবার, ৭ আগস্ট, ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেয়েছেন অধ্যাপক ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেয়েছেন অধ্যাপক ইউনূস


ছবি- এএফপি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনাল নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তিন গ্রামীণ টেলিকম কর্মকর্তাকে খালাস দিয়েছে। ইউনূসসহ অন্যদের করা আপিল গ্রহণ করে এ আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল।

মামলায় খালাস পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকম কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান, মোঃ শাহজাহান ও নুরজাহান বেগম। ড. ইউনূস এবং অন্য তিন গ্রামীণ টেলিকম কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের ছয় মাসের জন্য সাধারণ কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছিল, ১ জানুয়ারী, একটি মামলায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে বিভিন্ন মহল কর্তৃক অস্বীকার করা হয়েছিল।

৮৩ বছর বয়সী ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৭০টিরও বেশি মামলা রয়েছে। ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে তাদের অগ্রণী কাজের জন্য যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ৯ সেপ্টেম্বর, ২০২১-এ, গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের জন্য ইউনূস এবং অন্য তিনজনের বিরুদ্ধে কারখানা ও সংস্থাপন পরিদর্শন বিভাগ একটি শ্রম মামলা দায়ের করে।

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বিক্ষোভকারীদের উপর গুলি চালানো বন্ধ করার রিট পিটিশন খারিজ

বিক্ষোভকারীদের উপর গুলি চালানো বন্ধ করার রিট পিটিশন খারিজ

ছবিঃ সংগৃহীত

বিক্ষোভ দমনে আন্দোলনকারী বা আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।  রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। তবে আদালত বলেছেন, গুলি করার প্রয়োজন হলে সংবিধান ও আইন যথাযথভাবে মানতে হবে।

এর আগে গত ১ আগস্ট এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের অসুস্থতার কারণে শুনানি হয়নি। এদিকে, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা বুলেট) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট করেন।  তারা হলেন মঞ্জুর-আল-মাতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশ মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।  বিভিন্ন স্থানে সংঘর্ষে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন যার প্রেক্ষিতে উক্ত রিট পিটিশনটি দায়ের করা হয়।

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

জামিন পেলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী

জামিন পেলেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী


ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।  আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ৩৭ শিক্ষার্থীকে জামিন দেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ৫ শিক্ষার্থীকে জামিন দেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন- মোঃ আলী হোসেন, মোঃ ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, মোঃ আব্দুল কাদের, মোঃ নাফিস, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহী বখশ, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, মো.  ফয়সাল আহমেদ, সামিউল আলম, সাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহমেদ আফলার, মোঃ সোমরাত খলিফা, রাশেদুল ইসলাম তোহা, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আসিফ, মোঃ আল আমিন, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ জাবেদ হোসেন, রায়হান রুহুল আমিন, ওবায়েদুল্লাহ, রাহাতুল্লাহ, জাকি তাহসিন, তুহিন, মো নাহিদ আহমেদ, মাসুদ রানা, মোঃ শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, সোদুর রহমান, নাসির হোসেন, সাব্বির হোসেন, ফারদিন ইসলাম, খালিদ হাসান, ইমন হাওলাদার ও হেলাল।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িত আটকদের মধ্যে কেউ যদি বর্তমান এইচএসসি পরীক্ষার্থী হন, তাহলে তাদের পরীক্ষার ভর্তির কাগজপত্র ও প্রাসঙ্গিক নথিপত্রসহ আবেদন করলে জামিনের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। এছাড়াও, যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের জন্যও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান তিনি।