১০ এপ্রি, ২০২৫

৩১৩ জনকে ডিঙিয়ে, সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আগাম জামিন


ছবিঃ সংগৃহীত 

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।  বুধবার ( এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন।

উপস্থাপিত তথ্যপ্রমাণে দেখা গেছে, ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান। ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে ১৫০- পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা  মিনিটে শুনানি শেষ করে আগাম আদেশ প্রদান করা হয়।


শেয়ার করুন

0 coment rios: