বাংলাদেশ নির্বাচন কমিশন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্যানেল আইনজীবী তালিকাভুক্ত করার লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকট হতে আবেদন আহবান করছেঃ
শর্তাবলী:
১। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে মাননীয় হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত বিচারকগণের ক্ষেত্রে উক্ত অভিজ্ঞতার শর্তটি শিথিলযোগ্য। প্যানেলভুক্তির ক্ষেত্রে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত এডভোকেটগণ অগ্রাধিকার পাবেন।
৩। আবেদনকারীকে সংবিধান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন, মানবাধিকার, চাকুরী সংক্রান্ত আইনসহ প্রশাসনিক বিষয়াদি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত আইন ও বিধি-বিধান সম্পর্কে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৪। আবেদনকারীকে নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক মামলা পরিচালনা এবং চাহিতব্য মামলার তথ্যাদি সরবরাহ ও আইন বিষয়ক পরামর্শ প্রদান করতে হবে।
৫। প্যানেলভুক্ত আইনজীবীগণকে পিটিশন/মোকদ্দমা পরিচালনার জন্য নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত সম্মানী/ফি কাঠামো অনুযায়ী বিল প্রদান করা হবে।
৬। আগ্রহী আবেদনকারীকে তাঁর (ক) নাম (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী), (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (৬) বর্তমান ঠিকানা, (চ) চেম্বারের ঠিকানা [টেলিফোন, মোবাইল, ফ্যাক্স নম্বর ও ই-মেইল আইডিসহ), (ছ) শিক্ষাগত যোগ্যতা, (জ) জন্ম তারিখসহ ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখে বয়স, (ঝ) জাতীয়তা, (ঞ) হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে (প্রযোজ্য ক্ষেত্রে) অন্তর্ভুক্তির তারিখ উল্লেখপূর্বক আবেদন পেশ করতে হবে।
৭। আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, বার কাউন্সিল প্রদত্ত আইনজীবী সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি এবং হাইকোর্ট বিভাগে ও আপিল বিভাগে (ক্ষেত্রমতে) মামলা পরিচালনার তালিকাভুক্তি ও অভিজ্ঞতার সমর্থনে যথাযথ কাগজপত্র সংযুক্ত করতে হবে।
৮। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি/ ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে, এবং খামের উপরে "আইনজীবী প্যানেল তালিকাভুক্তি" উল্লেখ করতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৯। নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ কে পিপিআর ২০০৮ (১২ আগস্ট ২০০৯ তারিখে সংশোধিত) এর তফসিল-২ এর বিধি ৫২(৩) (৩) মোতাবেক আইনজীবী তালিকাভুক্তি ফি হিসেবে ৫,০০০/-(পাঁচ হাজার) ঢাকা ১-০৬০১-০০০১-২৬৮১ নং কোডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।
১০। নির্বাচন কমিশন যেকোন সময় প্যানেলভুক্তি/নিয়োগ বাতিল অথবা অব্যাহতি প্রদান করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং ফি প্রদান সংক্রান্ত কোন জটিলতার সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১। নির্বাচন কমিশন কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই অস্ত্র বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
বিজ্ঞপ্তি