৫ জানু, ২০২৫

পটুয়াখালী ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় পাঁচজন রিমান্ডে

ছবিঃ সংগৃহীত 

(সংবাদঃ বাসস) : পটুয়াখালীর মৌকরন উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম (৪৫)কে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া পাঁচ আসামি হলেন- মোহাম্মদ ফরহাদ (৩৪), তৌফিক রাহাত (২০), রিপন মাহমুদ নয়ন (২৭), মোহাম্মদ দিদার (২৫) ও আমির হোসেন (৬৫)। পাঁচজনের মধ্যে প্রথম চারজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সর্বশেষ একদিনের রিমান্ডে রাখা হয়েছে।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুনাইদ এ আদেশ দেন। পুলিশ পাঁচ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গত ২ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর সরকারি প্রাইম স্কুলের পাশের একটি বাসা থেকে কাজী রাইসুল ইসলামকে উদ্ধার করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দল। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে ঢাকায় আসার সময় ১ জানুয়ারি ভোরে ইকুরিয়া বিআরটিএ অফিসের সামনে থেকে কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার স্ত্রীকে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।


শেয়ার করুন

0 coment rios: