(সংবাদঃ বাসস)
- রাজধানীর পল্লবী এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের শিকার ছয় মাস বয়সী শিশু আমিনাকে
হত্যার ঘটনায় জড়িত দুইজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-
শিশুটির মা ফাতেমা বেগম (২৫) ও তার প্রেমিক মোঃ জাফর (৩৬)।
গোপন সংবাদের
ভিত্তিতে পল্লবী থানা পুলিশ শুক্রবার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে শিশুটির মা ফাতেমা
বেগমকে আটক করে। ফাতেমাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত করে যে শিশুটির মা
ফাতেমা বেগম এবং মোঃ জাফর নামে একজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে শিশুটিকে
হত্যা করা হয়েছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার
রাতে ফাতেমার কাছ থেকে পাওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে পল্লবী থানা এলাকা থেকে জাফরকেও
গ্রেপ্তার করে পল্লবী পুলিশ। গত ৫ ডিসেম্বর হত্যার পর দিয়াবাড়ি মেট্রোরেলের ১২৪ নম্বর
পিলার সংলগ্ন লেকসাইড থেকে বস্তায় কাপড়ে মোড়ানো শিশুর লাশ পাওয়া যায় বলে পুলিশ
জানিয়েছে।
অজ্ঞাত পরিচয়
শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে পুলিশ তার গলায় সন্দেহজনক আঘাতের চিহ্ন পেয়েছে। এ
ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে নিয়মিত হত্যা মামলা দায়ের
করে। মামলার তদন্তের একপর্যায়ে নিহত শিশুর পরিচয় পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত করেছে
শিশুটির নাম আমিনা এবং তার বয়স ৬ মাস।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে গ্রেফতারকৃত দুজনই বিবাহিত এবং পল্লবী এলাকায় থাকতেন।
জাফর একটি পোশাক কারখানায় কাজ করে। জাফরের সঙ্গে শিশুটির মা ফাতেমার প্রেমের সম্পর্ক
ছিল কারণ সে আগে ওই কারখানায় কাজ করত।
শিশুটিকে
বালিশ ও গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুজনে। পরে শিশুটির লাশ বিছানার চাদরে
মুড়িয়ে কাপড়ের শপিং ব্যাগে রাখা হয়। এরপর জাফর শপিং ব্যাগে লাশ নিয়ে মেট্রোরেলের
একটি পিলারের কাছে ফেলে দেয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার জাফরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ করছে
পুলিশ।
0 coment rios: