২৪ ডিসে, ২০২৪

দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সচিব ইসমাইলকে

ছবিঃ সংগৃহীত

(সংবাদঃ বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক খাদ্য সচিব ইসলাম হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আজ আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোঃ ইব্রাহিম মিয়া দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আবেদনটি করেন।

দুর্নীতি দমন কমিশন আবেদনে বলা হয়, ইসমাইল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তার মন্ত্রণালয়ে দুর্নীতিতে সহায়তা করেছিলেন। মানি লন্ডারিংয়ের মাধ্যমে তার অবৈধ সম্পদের উৎস ও গন্তব্য গোপন করার চেষ্টায় মজুমদারকে সহায়তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধেস

এর আগে গত ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫.৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪৩.০৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলাটি করে দুদক। ২০ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয় এবং পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


শেয়ার করুন

0 coment rios: