ছবি- সংগৃহীত
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) - আজ একটি আদালত “ছাগল কেলেঙ্কারির জন্য কুখ্যাত এনবিআরের প্রাক্তন সদস্য মো. মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) মো. মনিরুল ইসলাম এই আদেশ দেন এবং মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করেন।
দুর্নীতি মামলার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ সেপ্টেম্বর একই আদালত তাদের একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ৬ জানুয়ারী দুর্নীতি দমন কমিশন (দুদক) নরসিংদী জেলার রায়পুরা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মতিউর রহমান এবং তার স্ত্রী লাইলা কানিজের বিরুদ্ধে ৫৩.৪১ কোটি টাকা অবৈধভাবে অর্জন এবং প্রায় ২.৪৫ কোটি টাকার সম্পদ গোপন করার অভিযোগে মামলা দায়ের করে।
মামলা অনুযায়ী, মতিউর রহমান এবং তার স্ত্রী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২,৪৫,৩৪,৬১১ টাকার তথ্য গোপন করেছেন এবং প্রায় ৫৩,৪১,৩৮,৩৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন যা তাদের জ্ঞাত আয়ের বাইরে। গত ১৪ জানুয়ারী নগরীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, আদালতে মতিউর রহমানের স্ত্রী তাকে ধমক দিয়ে বলেন, তোমার জন্য এসব হয়েছে।