২২ ডিসে, ২০২৪

জামিনের আবেদন খারিজ হওয়ায় সালাম মুর্শেদী পুনরায় কারাগারে

 

ছবিঃ সংগৃহীত 

(সংবাদঃ বাসস) : খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শিল্পপতি আবদুস সালাম মুর্শেদীকে হত্যা, হামলা ও সহিংসতার চারটি মামলায় জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। পৃথক দুটি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলতাফ মাহমুদ এ আদেশ দেন।

আসামিদের পক্ষে ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, সালাম মুর্শেদীকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে কড়া নিরাপত্তায় সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়।


শেয়ার করুন

0 coment rios: