৭ জানু, ২০২৫

খুলনায় বাস-হেলপার হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

(সংবাদঃ বাসস) : প্রায় চার বছর আগে নগরীতে বাস-হেলপারকে হত্যার দায়ে গতকাল একটি ট্রায়াল কোর্ট একজন রিকশাচালককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সোনাডাঙ্গা থানার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা হাসান শেখ নামে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করা হয়েছে।

মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার তাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালতে তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। প্রসিকিউশনের বর্ণিত ঘটনা অনুসারে, ১১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে একটি ছোটখাটো বিষয় নিয়ে বাস-হেলপার শাব্বির শেখের সাথে রিকশাচালক হাসান শেখের ঝগড়া হয়।

সংঘর্ষের একপর্যায়ে নগরীর সোনাডাঙ্গা থানাধীন টাইগার গার্ডেন এলাকায় হাসান শেখ বাসের ভেতরে ছুরি দিয়ে শাব্বিরকে কুপিয়ে হত্যা করে।  ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে পরদিন সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ওই দিনই হাসান শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষ হওয়ার পরে, ২৫ এপ্রিল, ২০২১ তারিখে পুলিশ তাকে অভিযুক্ত করে চার্জ চাপায়।


শেয়ার করুন

0 coment rios: