(সংবাদঃ বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ১৯ জুলাই মুদি ব্যবসায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম জাকি-আল-ফারাবী এ তারিখ ধার্য করেন। মোহাম্মদপুরের বাসিন্দা আমির হামজা শাতিল ১৩ আগস্ট শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে একটি হত্যা মামলা দায়েরের আবেদন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা। অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-উর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি কমিশনার মো. যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
0 coment rios: