রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম এমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরহাদ হোসেনকে র‌্যাব আটক করে পরে আদাবর থানায় সোপর্দ করে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে রাজধানীর রিং রোড এলাকায় পোশাক শ্রমিক মো: রুবেলকে কুপিয়ে হত্যার আসামি তিনি। গত ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরহাদ হোসেনসহ ১৫৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।


শেয়ার করুন

0 coment rios: