বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ স্থগিত করেন প্রধান বিচারপতি। বুধবার (৭ আগস্ট) রাতে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রেজিষ্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচারিক কার্যক্রম) স্থগিত করেন।

যদিও দুপুরে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি ও ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে জানিয়েছিল। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। উক্ত আপিল বিভাগের চেম্বার কোর্ট ও সীমিত পরিসরে হাইকোর্টের বিচার কার্যক্রম চলবে সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: