বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

শপথগ্রহণ করলেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার


ছবি- সংগৃহীত 

আজ সন্ধ্যায় ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের কাউন্সিলের অন্য ১৬ সদস্যের মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন, বাকি তিন সদস্য পরে শপথ নেবেন।

ডক্টর মুহাম্মদ ইউনূস প্রথমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।  পরে তিনি গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি পরিষদের ১৩ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান।  উপদেষ্টারাও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ডাঃ সালেহ উদ্দিন আহমেদ, ডাঃ আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোঃ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড.  ফরিদা আক্তার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগু ও শারমিন মুরশিদ। বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা রাজধানী ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিচারক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 coment rios: