শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্টের রুলিং

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে একটি রুলিং দিয়েছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। শুক্রবার এই রুলিং জারি করে সুপ্রিম কোর্ট। এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তারই পরিপ্রেক্ষিতে এই রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে এখনো তিনি আদেশটি দেখেননি। আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও প্রকাশ করেন তিনি।


শেয়ার করুন

0 coment rios: