ছবি: সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ডাক দেয়। মঙ্গলবার রাতে অনলাইন মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে কর্মসূচিটি ঘোষণা দেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
যেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণগ্রেফতার, মামলা, হামলা ও অপহরণের প্রতিবাদে সারাদেশের সব আদালত, ক্যাম্পাস ও মহাসড়কে ‘জাস্টিস মার্চ’ কর্মসূচি পালন করা হবে। এছাড়া, বুধবার "Remembering the Heroes" কর্মসূচি পালনের আহবান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও গণহারে গ্রেপ্তার, হামলা, মামলা, জোরপূর্বক গুম ও ছাত্র ও সাধারণ মানুষ হত্যার বিচারের দাবিতে সারাদেশে মিছিলে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতৃক ঘোষিত 'মার্চ ফর জাস্টিস' শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল বের করে।
ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা দুপুর সাড়ে ১২টায় মিছিল বের করে সুপ্রিম কোর্টের দিকে মিছিল অগ্রসর হলে দোয়েল চত্বরে পুলিশ বাধা দেয়। বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হলের কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে সুপ্রীম কোর্টের সামনে কর্মসূচির অংশবিশেষে ছাত্রদের আরেকটি দল বিক্ষোভ করে।
চট্টগ্রামে কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে বিক্ষোভরত আট শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে চট্টগ্রাম আদালতের আইনজীবীরাও অংশ নেন।
সিলেট নগরীতে, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা সুবিদবাজারের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করলেও পুলিশ তাদের বাধা দিতে আগেই সেখানে অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বেলা সাড়ে ১২টার দিকে শত শত শিক্ষার্থী শহরের কোর্ট পয়েন্টে মিছিল করে এবং বিক্ষোভকারীরা সুবিদবাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বুধবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের বাইরে থেকে বিক্ষোভকারী আইনজীবীগন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল বের করে। হাইকোর্ট মাজার গেটে পুলিশ মিছিল থামায়।
মিছিল চলাকালে পুলিশের বাধার মুখে পরে আইনজীবীরা গেটের কাছে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলে আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী অংশ নেন।
0 coment rios: