ছবি: সংগৃহীত |
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সরকার কারফিউ জারি করায় আদালতের নিয়মিত কার্যক্রম পরিবর্তন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। তবে আজ থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ অধস্তন সকল আদালতের কার্যক্রম স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে।
আজ বুধবার (৩১ জুলাই) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের বিচার কার্যক্রম পরিচালনার নিয়মিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করা হয়েছে।
উক্ত নোটিশে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আপিল বিভাগে শুনানির কাজ চলবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলবে। এছাড়া, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অধস্তন আদালতের বিচার কাজ চলবে।
বিভাগ:
আদালত প্রাঙ্গণ
0 coment rios: