বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ২ জনকে সীমান্তে আটক করেছে বিজিবি

বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অন্য দুজন হলেন আখাউড়া উপজেলার নুরপুর এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হান্নান মোল্লা এবং সন্দেহভাজন মানব পাচারকারী স্থানীয় মোঃ নাঈম চৌধুরী।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সরাইলের বিজিবি-২৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কর্নেল ফারাহ মোঃ ইমতিয়াজ জানান, সকাল ৬টা ৫০ মিনিটের দিকে আবদুল্লাহপুর এলাকার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির একটি দল তিনজনকে আটক করে। ফজলে করিম রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে একাধিকবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।


শেয়ার করুন

0 coment rios: