সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ঢাকা কলেজ ছাত্র ফাইয়াজের ৭ দিনের রিমান্ড বাতিল করেছেন শিশু আদালতের বিচারক

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনের সময় পুলিশকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে থাকা ঢাকা কলেজের ছাত্র হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করেছে শিশু আদালত ১৯ জুলাই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জানান, নিম্ন আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ফাইয়াজের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার কিশোর আদালত-৩-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এ আদেশ দেন। রিমান্ড বাতিলের পর ফাইয়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা হয়।

এর আগে গত ২৭ জুলাই ফাইয়াজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফাইয়াজের আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন করেন, দাবি করেন যে ফাইয়াজ একজন 'শিশু' ছিলেন, যেহেতু তার বয়স এখনও ১৮ বছর হয়নি। কিন্তুসিএমএম আদালতের বিচারক অবশ্য  রিমান্ড মঞ্জুর করেন।


শেয়ার করুন

0 coment rios: