২৫ অক্টো, ২০২৫

পুরান ঢাকায় সিঁড়িতে আবারও এক যুবককে হত্যা

ছবি: প্রতীকী 

রাজধানীর বংশাল আগামাসিলেন এলাকায় একটি বাড়ির সিঁড়িতে সজীব নাম এক যুবককে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর গলায় জিআই তার পেঁচানো ছিল।

বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. দুলাল হক সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।  প্রথমে তার নাম-পরিচয় পাওয়া না গেলেও মোবাইলের মাধ্যমে পরে তার পরিচয় পাওয়া গেছে। সজীবের গলায় জিআই তার পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পড়ে ছিল। তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানতে পেরেছি। এছাড়া ওই বাসা পুরোটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।
তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। 

হাসপাতালে নিহত সজীবের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজীবদের বাসা বংশাল আগামাসি লেনে। সজীব এবার আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তবে তিনি অকৃতকার্য হন। কয়েকদিন আগে তাবলিগে দোহার গিয়েছিলেন। গতকালই বাসায় আসেন। আজ বিকেল ৩টার দিকে ফোন কল পেয়ে বাসা থেকে বের হন। এরপর বিকেলে জানতে পারি একটি বাসার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া গেছে।

তিনি জানান, যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজীবের প্রেমিক খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি। গত ছয় বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক ছিল সজীবের। মাঝখানে একবার মনোমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজীবকে হত্যা করেছে।



শেয়ার করুন

0 coment rios: