ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অণুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
(২৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে গেন্ডারিয়া থানায় দায়িত্বরত ওসি গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করবো।
ভুক্তভোগী ঐ নারী শিক্ষার্থী বলেন, গেন্ডারিয়া থানাধীন ১১৯/ডি/৩, ডিস্টিলারি রোড এলাকার মো. নাসির হোসেনের বাসায় তার সন্তানকে প্রাইভেট পড়ান। রোববার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওই বাসায় পড়াতে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই ব্যক্তি তার পথরোধ করে মোবাইল নম্বর চান। নম্বর দিতে অস্বীকৃতি জানালে নিজেকে 'সিফাত' পরিচয়ে পরিচয় দেন।
ভুক্তভোগী আরও জানান, শিক্ষার্থী সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলে ওই ব্যক্তি পেছন থেকে তার হাত ধরে এবং প্রতিবাদ করলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনাটি ভবনের সিসিটিভি ফুটেজে আছে।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সিসিটিভির ফুটেজ নিয়ে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করছি। এখনো তাকে শনাক্ত করতে পারিনি। স্থানীয় বাসিন্দারাও ওকে চিনতে পারছে না। আমরা এ মুহূর্তে একাধিক টিম মাঠে কাজ করতেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমি শুনেছি বিষয়টি। গেন্ডারিয়া থানায় কথা বলেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

0 coment rios: