আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ এর এস. আর. ও. নং- ৯২/আইন/২০২৫, তারিখ- ২৪/০৩/২০২৫ মূলে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর সংশোধন সংক্রান্ত প্রাজ্ঞাপন জারি করা হয়। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর section 14 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর উক্ত সংশোধন করেন।
উক্ত সংশোধন
অনুযায়ী এখন থেকে বিবাহ এবং তালাক নিবন্ধন আগের মতো ম্যানুয়াল পদ্ধতির পাশপাশি অনলাইনেও
করা যাবে এবং সেক্ষেত্রে নিবন্ধনের ফি জমা দিতে হবে অনলাইনে। এতদিন শুধুমাত্র ম্যানুয়ালি
বিবাহ এবং তালাক নিবন্ধন এর সুযোগ থাকার ফলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরী হতো। যুগের
সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে এবং একই সাথে দুর্নীতি এবং পাবলিক হ্যারাসমেন্ট কমানোর
লক্ষ্যে উক্ত বিধিতে এই সংশোধন আনা হয়।
0 coment rios: