২৩ মার্চ, ২০২৫

খুলনার আলোচিত লেডি বাইকার এশা গ্রেপ্তার; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

 

ছবি: সংগৃহীত 

খুলনার লেডি বাইকার এশাকে গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। খুলনার সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এশা এক তরুণীকে বিভিন্ন সময় মাদক সেবন করাতেন। শনিবার (২২ মার্চ) দিনগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে মেয়েটি আঘাত পান। এসময় শিববাড়ি মোড়ের যৌথবাহিনীর চেকপোস্টের একটি টিম তাদের উদ্ধার করে। এসময় এশাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনার লেডি বাইকার ইরিন জাহান এশা ও তার চক্রের টার্গেট ছিল প্রভাবশালীর মেয়ে বা স্ত্রী। তাদেরকে টার্গেট করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে নিজ আয়ত্বে নিয়ে এসে পরিবারের কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করাই ছিল এই চক্রের কাজ।


শেয়ার করুন

0 coment rios: