২৭ ফেব, ২০২৫

মানববন্ধন ও অফিসে তালা ঝুলানোর ঘটনায় জিডি করলেন কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা'র অধ্যক্ষ


ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল (ডিগ্রী)
মাদ্রাসার অধ্যক্ষ এর বিরুদ্ধে গত ২৩/০২/২০২৫ তারিখ, রবিবার মানববন্ধন ও অফিসে তালা লটকানোর প্রতিবাদে অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার নাশকতাকারীদের বিরুদ্ধে গত ২৪/০২/২০২৫ তারিখে পাইকগাছা  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন যার নম্বর- ১৩৫৩; তারিখ- ২৪/০২/২০২৫ এবং একই দিনে তিনি  সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করেন। অত:পর, প্রশাসনের দিক নির্দেশনা মোতাবেক তিনি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সহায়তায় গত ২৫/০২/২০২৫ইং তারিখে মাদ্রাসার অফিসে বহিরাগত নাশকতা কারীদের মাধ্যমে লটকানো তালা ভেঙে ফেলেন মর্মে বিডি ল্ পোস্ট কে জানান মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

চুপিসারে তালা ভেঙে পালিয়েছেন মর্মে জনৈক সংবাদ সংগ্রাহকের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানতে চাইলে মাওলানা মো: আব্দুস সাত্তার বলেন, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি মিলে আামার বিরুদ্ধে  এ রকম মিথ্যা ও বনোয়াট সংবাদ আগেও ছড়িয়েছেন এবং এখনো ছড়াচ্ছেন, আমি এসবে কর্ণপাত করার প্রয়োজন মনে করছি না। বরং আমার কর্মকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষ ও প্রশাসন অবগত রয়েছেন এবং আমি তাদের দিকনির্দেশনা মেতাবেক কাজ করছি।


শেয়ার করুন

0 coment rios: