অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও এইচএম ইব্রাহিমের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের এক মহাপরিচালক। অভিযোগে বলা হয়, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম দুর্নীতি ও সরকারি তহবিল আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
পুলিশের সাবেক ডিআইজি আবদুল বাতেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় মো: আবদুল বাতেন রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ আগস্ট ডিআইজি বাতেনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
0 coment rios: