রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত


ছবিঃ সংগৃহীত

রিহীশেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যা চেষ্টার মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) মাহমুদুর রহমান ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিল করে জামিন চান।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদুর রহমানকে কারাগারে ডিভিশন মর্যাদা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমান সাংবাদিক শফিক রেহমানসহ তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত অন্য তিনজন হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার মিজানুর রহমান ভূঁইয়া।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জোটবদ্ধ বিএনপি অন্যান্য দলের উচ্চপদস্থ নেতারা বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করেন। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ হত্যার জন্য ঢাকার পল্টনে জাসাসের কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ২০১৫ সালের আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারী পুলিশ পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন আদালতে সাক্ষ্য দেন। এদিকে ছয় বছর পর মাহমুদুর রহমান ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসেন। শুক্রবার তুরস্ক থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


শেয়ার করুন

0 coment rios: