মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ

 

ছবি সংগৃহীত

ঢাকা, আগস্ট ৬, ২০২৪ (বাসস) : রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন- মোঃ শিপলু জামান, রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব।

এছাড়া,  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়। ১ জুলাই, ২০২৪ থেকে ৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের অনেককে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


শেয়ার করুন

0 coment rios: